প্রকাশিত: Fri, Dec 30, 2022 3:39 PM
আপডেট: Wed, Jul 2, 2025 10:05 AM

কাদের সিদ্দিকী আওয়ামী লীগে আসছেন?

শামীম আহমেদ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কাদের সিদ্দিকী দেখা করায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা একটু বিভ্রান্ত হইছে বলে মনে হইলো। একসময়  গালাগালি করে ভাসায়ে ফেলা কাদের সিদ্দিকীকে অনেকে দেখলাম, আবার একটু ভালো বলার চেষ্টা করতেছে। যদিও লোকটা বিএনপির প্ররোচনায় বিভ্রান্ত হইছিলো, এখন আবার ঘরে ফিরতেছে। আরে একজন বীর মুক্তিযোদ্ধা তো আর ভেতরে ভেতরে খারাপ হইতে পারে না। নানা কিছু। কাদের সিদ্দিকী দলে ফিরলে ভালোভাবেই ফিরবে এবং তাকে খাতির যত্ন করে আগের থেকে সুনজরে থাকা দরকার ভেবেই হয়তো অনেকে এই কাজ করতেছে। তাছাড়া শেখ হাসিনা ডেকে নিছেন, তিনি যা করেন সবই ঠিক, এই বিবেচনায়ও অনেকে কাদের সিদ্দিকীকে জাস্টিফাই করার চেষ্টা করতেছেন। ভাই আমি এতো কিছু বুঝি না। আওয়ামী লীগের ওপরের দিকে যারা বর্তমানে দল চালায়, বেশির ভাগই অথর্ব, দুর্নীতিবাজ, নীতিভ্রষ্ট। সুতরাং কাদের সিদ্দিকী দলে ফিরলেই তারে ভালো দেখাইতে হবে এমন না। অনেক খারাপের মধ্যে উনি আরেকজন খারাপ হবেন এটাই বিষয়।

শেখ হাসিনা তাকে দলে ফিরাইলে ফেরেশতা হিসেবে ফিরাবেন না, এটা নিশ্চিত থাকতে পারেন।  সুতরাং কাদের সিদ্দিকীকে তেলানোর কিছু নাই। তিনি দল থেকে গেছে। আমি তারে পছন্দ করি না। এখন হয়তো নিশ্চিত হইছেন তার মৃত্যুর আগে আর বিএনপি আসার চান্স নাই, তাই মরার আগে ক্ষমতায় এসে আখের গোছায় পরবর্তী তিন প্রজন্মের লাইফ বানায় দেওয়া দরকার। আওয়ামী লীগের বাকি নেতারাও তাই করতেছে। তিন থেকে সত্তর প্রজন্মের লাইফ বানায়ে দিতেছে একেকজন। আমার হিসাব সহজ। আওয়ামী লীগ যতো খারাপই হোক, তারা ধঃ ধহু মরাবহ ঢ়ড়রহঃ ড়ভ ঃরসব, বিএনপি জামায়াতের চাইতে এক হাজার গুণ ভালো। শামীম ওসমান, সালমান এফ রহমান, পাপন মামা সবাইকে নিয়েই আওয়ামী লীগ।

আওয়ামী লীগ কোনো ফেরেশতা দল না, আর সেটা দলের সব পর্যায়ের সবাই জানে। শুধু শেখ হাসিনা আছেন, উগ্রবাদী মৌলবাদী, যুদ্ধাপরাধী, পাকিস্তানপ্রেমীদের ঠেকায়ে দেশকে হু হু করে ওপরে উঠায় দিতেছেন- এটাই আওয়ামী লীগকে সমর্থন করার ক্ষেত্রে আমার জন্য যথেষ্ট। কাদের সিদ্দিকী, কামাল হোসেন- এরা নানা সময়ে দল ছেড়ে বেঈমানি করছেন, তারা আমার কাছে আজীবন বেঈমান। আগামীকাল প্রধানমন্ত্রীর উপদেষ্টা হইলেও বেঈমান। জয় বাংলা। লেখক ও গবেষক